রাণীশংকৈলে সাম্প্রদায়িক মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষা কমিটি’র আয়োজনে সাম্প্রদায়িক মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ৮ টার সময় রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা আ’লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক তাউদ্দীন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগেরসাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান ও সনাতন ধর্মীয় নেতা অমল কুমার রায়,মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আবু শাহানশাহ ইকবাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক ও প্রশান্ত কুমার বসাক প্রমূখ।
প্রসঙ্গতঃ এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হককে সভাপতি করে একটি ১০১ সদস্য বিশিষ্ট ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষা কমিটি গঠন করা হয়।
এ সময় বক্তরা সাম্প্রতি দুর্গাপুজায় কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.