রাণীশংকৈলে শালবাগান রক্ষায় মানববন্ধন পালিত 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “সামাজিক বনায়নের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শালবন দিন দিন উজাড় হয়ে যাচ্ছে দেখার কেউ নেই। “নীরব নয় আওয়াজ তুলি, আমাদের শালবাগান রক্ষায়  এক হয়ে লড়াই করি” এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাণীশংকৈলে এক মানববন্ধন পালিত হয়।
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায়  ঠাকুরগাঁও জেলা শাখার ব্যানারে ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে  ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল পৌরশহরের মুক্তা কমপ্লেক্সের সামনে  মুুল সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রানীশংকৈল উপজেলার একমাত্র শালবন রক্ষা ও সমপ্রসারণের দাবিতে বক্তব্য রাখেন – উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন, ছাত্রলীগ নেতা তামিম, ফারাজুল, মাহবুব ও রবিউল প্রমূখ। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
এছাড়াও বক্তারা আরো বলেন,”প্রতিদিনই অবৈধভাবে রাতের আধারে পাচার হচ্ছে মহামূল্যবান  শালগাছ। এক ধরনের কুচক্রি মহল অসৎ উপায়ে সরকারি বন থেকে শালগাছ কেটে অসৎ উপায়ে বিক্রি করে টাকা পকেটে তুলছে।
বনের ভেতর ঢুকলেই গোড়া কাটা গাছের গুরি দেখা যায়। দুর্বৃত্তরা প্রসাশনকে ফাঁকি দিয়ে দিনে কিংবা রাতের আঁধারে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে।
এ সরকারি সম্পদ রক্ষা করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের।মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.