রাণীশংকৈলে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করলেন এসিলেন্ট

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাস্ক না পড়ায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত উপজেলার রামপুর বাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা এ আদালত পরিচালনা করেন ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন শহর- হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার নেতৃত্বে পরিচালিত কোর্টে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১৪ জনকে সর্বমোট ৩৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
ইতিপূর্বে সচেতনতা মূলক প্রচার অভিযান চালানো হয়েছে। বাধ্যতা মূলক মাস্ক পরিধান নিশ্চিত করণে নিয়মিত মোবাইল কোর্ট এর আওতায় অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজারসহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে কঠোর অভিযান অব্যাহত থাকবেবলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.