রাণীশংকৈলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:  গত ২৩ এপ্রিল থেকে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন আজ মঙ্গলবার সকাল ১১ টায় রাণীশংকৈল উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরীয়ার আজম মুন্না।

আরোও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা সরকারি ও বে-সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ। বক্তারা অনুষ্ঠানে বিভিন্ন রকম সমস্যা তুলে ধরেন এবং ভোটার কার্ডে ভালো ছবি সংযোজনসহ উপজেলার নির্বাচন কমিশনের কর্মকর্তারা যেন সাধারন লোকের সাথে সহযোগীতার সম্পর্ক সুদৃঢ় রাখেন ।

অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার। তিনি বলেন, বাংলাদেশের ৩২ জেলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

ভোটার হালনাগাদ কার্যক্রমে এসব এলাকার রোহিঙ্গারা যাতে তালিকায় নাম অন্তর্ভুক্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সহযোগীতা করতে হবে এবং সজাগ ধাকতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.