রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধান ক্ষেতের সেচ পাম্পে বৈদ্যুতিক শক লেগে বলিদ্বারা গ্রামের মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও ছেলে আব্দুল কাদের (৩২) এর  মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বলিদ্বারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা  ঘটে।
জানা গেছে ঘটনার দিন সন্ধাায় কাদের তার বাড়ির অদূরে ধান ক্ষেতে সেচ দিতে যায়। সেচ ঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে সুইচে হাত আটকে গিয়ে সে বিদ্যুতে জড়িয়ে যায়। সে বাড়িতে ফিরে না গেলে ঘন্টা খানেক পরে তার মা নাতিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাদেরকে অজ্ঞান অবস্থায় দেখেন। তাকে ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুতে জড়িয়ে যান। তার নাতি বাড়িতে গিয়ে এ খবর জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের সহোযোগিতায় লোকজন মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম বিদ্যুতের শকে মা ও ছেলের মৃত্যুর বিষয়টি বিটিসি নিউজকেনিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.