রাণীশংকৈলে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত (২২ জুন) রাত সাড়ে বারোটায় দিকে বিষাক্ত সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক উপজেলার টেকিয়া মহেষপুর গ্রামের মৃত জোমসেদ মোরলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতিদিনের ন্যায় খেয়ে দেয়ে জাহাঙ্গীর আলম শুয়ে পরে। রাত সাড়ে বারোটার দিকে মোবাইল ফোনে কথা বলার সময় হাতে কামড় দিলে সঙ্গে সঙ্গে ডাক চিৎকারে পরিবারের লোকজন ও এলাবাসি মিলে স্থানীয় কবিরাজের কাছে প্রায় ঘন্টা খানিক ধরে ঝাঁরফুকের কাজ করে।
এর পরও সাপের বিষ না নামলে পরিবারের লোকজন অটো রিক্সা যোগে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরদিন সকালে মাটির গর্ত খুরে বিষাক্ত সাপটিকে জীবিত অবস্থায় বের করে পরে সাপটিকে এলাকার লোকজন মেরে ফেলে। যেমন ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.