রাণীশংকৈলে বিজয় কুমারের পরিবার করোনা জয় করলেন

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের চাঁদনী এলাকার বাসিন্দা, রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বর্তমান নবধারা বিদ্যা নিকেতনের পরিচালক ও সুনামধন্য শিক্ষক বিজয় কুমারের পরিবার সম্পূর্ণ করোনামুক্ত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সুত্র মতে- গত ৪ জুলাই বিজয় কুমারের স্ত্রী ছায়া রাণী পাল (৫৪) প্রথম করোনায় আক্রান্ত হয়। এর পর বিজয় কুমার (৬২) তাঁর ছেলে ভাস্কর কুমার পাল (৩৪) বৌমা  সুস্মিতা রাণী পাল (৩০) গত ৭ জুলাই নমুনা পরীক্ষা করতে দেয়। গত ৯ জুলাই বৃহস্পতিবার এদের ৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিজ বাড়িতে সাবাই হোম আইসলোসনে চিকিৎসাধীন ছিলেন। ১৪ দিন পর নমুনা পরীক্ষার ফলাফলে তাদের সকলের নেগেটিভ রেজাল্ট আসে এবং স্বাস্থ্য  বিভাগ তাদেরকে করোনামুক্ত ঘোষনা করেন।
এ প্রসঙ্গে বিজয় মাস্টার বলেন, “করোনাকে ভয় নয়, করতে হবে জয়। শুধু প্রয়োজন সুচিকিৎসা, আত্মবিশ্বাস এবং কিছু নিয়ম মেনে চলা। ইতোপূর্বে আমরা সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হই। ঈশ্বরের অশেষ কৃপায় এখন আমরা সবাই করোনামুক্ত”।
এ ব্যপারে তিনি স্থানীয় সরকারি স্বাস্থ্যবিভাগ,স্থানীয় প্রশাসন, নেত্রীবৃন্দ, সকল ছাত্র-শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন”।
প্রসঙ্গতঃ তিঁনি প্রশাসন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে একাধিকবার শেষ্ঠ শিক্ষকের মর্যাদা লাভ করেন।
রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম অর্জন করেছেন। এ অঞ্চলে ক্যাডেট কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রয়াস বিজয় কুমারের অবদান অনস্বীকার্য। জানা যায়, বিজয় কুমারের অসংখ্য ছাত্র -ছাত্রী  আজ দেশের সেবা, প্রসাশন, দেশ পরিচালনার কাজে নিয়োজিত আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.