রাণীশংকৈলে ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

ৱানীশংকৈল (ঠাকুৱগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়েৱ রাণীশংকৈলে উপজেলায় ২৭ মার্চ রাত আনুমানিক ৮ টাৱ দিকে ৪২ বোতল ফেনসিডিল সহ সোহেল রানা নামে এক যুবককে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পুলিশী অভিযান পরিচালনা কৱাৱ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নেৱ রাউত নগর খেরকিডাঙ্গী পাড়া গ্রামেৱ মঞ্জুর আলমের বাড়ীর দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তা হতে মাদক ব্যবসায়ী সোহেল রানা (২২) কে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে পুলিশ।
সোহেল রানা উপজেলার রাউত নগৱ মধ্যপাড়া গ্রামের আলমগীর হোসেনেৱ ছেলে।
থানা সূত্রে জানা গেছে ,মাদক ব্যবসায়ী সোহেল রানাকে একটি রঙ্গিন প্লাষ্টিকের চাউলের বস্তার ভিতর ৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বিটিসি নিউজকে জানান, আসামির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণির ১৪(খ) মামলা রুজু করা হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.