রাণীশংকৈলে পৌরশহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ উপলক্ষ্যে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে প্রতি সপ্তাহে বুধবার কলেজ হাটের রাস্তা, টিনশেডসহ অবৈধ দখলদারদের উচ্ছেদে উপলক্ষ্যে রবিবার (১৩ নভেম্বর) স্থানীয় সচেতন এলাকাবাসির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শহরের ডিগ্রি কলেজের প্রধান ফটকে মানববন্ধনে বক্তব্য রাখেন, মটর শ্রমিক ইউনিয়ন রাজ-৮৮ সভাপতি শামসুল হক, সম্পাদক আঃ মান্নান, দোকান কর্মচারী সভাপতি প্রদীপ সাহা, বিদ্যুৎ নির্মাণ সমিতির সভাপতি রমজান আলী, পৌর নাগরিক রবিউল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মাজাহারুল ইসলাম বকুল, ট্রাকও ট্যাংকলরি সদস্য ইশা, রাজ-৮৮ সদস্য জমিরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের প্রচারও প্রকাশনা সম্পাদক শামীম হোসেন প্রমুখ। বক্তারা হাটের সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সুশৃঙ্খল পরিবেশে একটি জানজটমুক্ত হাট স্থাপনের জন্য পৌর মেয়রের কাছে দাবী জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.