রাণীশংকৈলে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিভিন্ন জলাশয়ে পোনামাছ গ্রহণ ও অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এদিন সকাল ১১টায় রাজবাড়ি মৎস অভয়াশ্রমে কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ।
এসময় সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, নবাগত ইউএনও শাহরিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, জেলা মৎস্য অফিসার মো. খালিদউজ্জামান, উপজেলা মৎস অফিসার রাকিবুল ইসলাম, সহ-মৎস অফিসার আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী ও মৎসচাষীরা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে একইদিনে, উপজেলা চত্বরে শিবদিঘি পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এসময়, ইউএনও,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মৎস অফিসার, সহ-মৎস অফিসার, ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, এদিন ২০২৩-২৪ অর্থবছরের জন্য উপজেলার ১০টি জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির মোট ৩২৭.৫৮ কেজি পোনামাছ ছাড়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.