রাণীশংকৈলে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বুদ্ধিজীবী উদযাপন পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদে এর যৌথ আয়োজনে ৩ ডিসেম্বর বিকালে রানীশংকৈল পৌরশহরে রানীশংকৈল (ঠাকুরগাঁও) পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আ”লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে চৌরাস্তায় এক পথসভা অনুষ্ঠিত হয় ৷
সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলি, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, প্রাক্তন কমান্ডার বিদেশি চন্দ্র রায়, যুবলীগ সম্পাদক রমজান আলী, ষড়জ শিল্পি গোষ্ঠির সম্পাদক রেজাউল আলম বাবু, ছাত্রলীগ নেতা জয় প্রমূখ।এছাড়াও সংবাদকর্মিসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সজ্জিত পোষাকে হাতে হাতে জাতীয় পতাকা, ব্যান্ডপার্টি বাজিয়ে বিজয় শোভাযাত্রা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আ’লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.