রাণীশংকৈলে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রণোদনা বিতরণ

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক কর্মচারীদের প্রধানমন্ত্রী বিশেষ প্রণোদনা দিচ্ছেন।
এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রনোদনা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলা পরিষদ হলরুম চত্বরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই প্রনোদনা দেয়া হয়। উপজেলায় কর্মরত ২২০ জন এবতেদায়ী, দাখিল মাদ্রাসা, দাখিল ভোকেশনাল, এস এস সি ভোকেশনাল, বি এম কলেজ, কৃষি ডিপ্লোমা কলেজ ও পলিটেকনিক শিক্ষক কর্মচারীদের প্রদেয় অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এদের মধ্যে শিক্ষক প্রতি ৫ হাজার টাকা হারে ও কর্মচারীদের আড়াই হাজার টাকা করে মোট ৮লক্ষ ৮৭হাজার ৫০০টাকা বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বিহী অফিসার মৌসুমী আফরিদা, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার বেল্লাল সরকার, একাডেমিক সুপারভাইজার ওবাইদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি- সম্পাদক প্রমুখ।
উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন- এমপিও শিক্ষক কর্মচারীগণ প্রণোদনার টাকা হাতে পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.