রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালন 

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ২ জানুয়ারি সাড়ম্বরে জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও ইএসডিও’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়।
পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এছাড়াও সভায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা, কর্মকর্তা, শিক্ষক, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অফিসার আব্দুর রহিম। আরো বক্তব্য দেন- সহ-শিক্ষা অফিসার সীমান্ত বসাক, তথ্য অফিসার হালেমা বেগম, মৌলানা সামসউদ্দিন, মৌলানা আসলামউদ্দিন, ষড়জ শিল্পীগোষ্ঠী সভাপতি সহ-অধ্যাপক রেজাউল ইসলাম, ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম, সেবাগ্রহীতা তোফাজ্জল হোসেন প্রমুখ। 
পরে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন উপকারভোগিকে সম্মাননা স্মারক দেয়া হয়।উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.