রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় দিবস পালিত হয়েছে।
সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতই প্রাচীন।
বর্তমানের সমবায় সমিতির সাংগঠনিক রূপটি প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই। সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক নুরুজ্জামান।
এছাড়াও উপজেলা সমবায় পরিদর্শক মনা মন্ডল, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব ও সাংবাদিক জিয়াউর রহমানসহ সমবায় সমিতির সদস্যরা। এসময় বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভা শেষে উপজেলার ৫টি সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দিলারা বেগম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.