রাণীশংকৈলে গাছসহ গাঁজা উদ্ধার, আটক-১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাঁজার গাছসহ আবুল আসাদ নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
আজ সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আটক করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত ব্যাক্তি পৌর শহরের ভান্ডারা কুলিক পাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল আসাদ (৫৫)।
পুলিশ জানায় গাঁজার গাছগুলো আবুলের বাড়িতে আবাদ করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল এলোপাতাড়ি ভাবে না চেনার ভান করে গাঁজা গাছ গুলো দ্রুত কেটে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাঁজার গাছ গুলো উদ্ধার করে।
উল্লেখ্য, আসামী আবুল থানা পুলিশের কাছে  গাঁজা গাছ গুলো নিজে চাষ করেছে বলে স্বীকার করে। রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.