রাণীশংকৈলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত অনুগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিউল মাজলুবিন রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ দপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. অমল কুমার রায়, রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, ভেটেরিনারি সার্জন ডা. রমেন রায় এবং এলইও ডা. করিমুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন। তারা বকনা গরু পেয়ে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ দপ্তর ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.