রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত “বিনাধান-২৪” এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁ হাড়িয়া ব্লকে বৃহস্পতিবার (১৮মে) বিকালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে এবং রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত কৃষক মাঠ দিবসে সহকারি অধ্যাপক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পরিচালক খামারবাড়ি ঠাকুরগাঁও সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বিনা- উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কৃষক রশিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোসেনগাঁও ব্লকের উপ সহকারি কৃষি অফিসার সৈয়দা রুমনাজ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.