রাণীশংকৈলে কৃষক পাচ্ছে বিনামূল্য পাটসহ সার ও ধান বীজ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য পাট ও উফসি ধান ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে এসব প্রণোদনা বিতরণ হচ্ছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়।
শনিবার (১৮ মার্চ) সকালে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, এমপি’র প্রতিনিধি জাতীয় পার্টির উপজেলা আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহবায়ক ঠিকাদার আবু তাহের ও সংবাদকর্মীরাসহ বিভিন্ন উপ-সহকারি কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক উপকারভোগী কৃষকরা।
কৃষকের নানা দিক নির্দেশনামূলক বিষয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। এসময় তিনি বলেন এ কর্মসূচির আওতায় ৬২০০ জন কৃষক বিনামূল্যে উফসি ধানের বীজ ও সার এবং ১২০০ কৃষক পাটের বীজ ও সার পাবেন।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.