রাণীশংকৈলে কালো পাথরের খোদাই করা মূর্তি উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহেশপুর জে,এস,কে ইটভাটায় জমাকৃত মাটির  ঢিবি থেকে আজ বুধবার (১০ মার্চ) আনুমানিক বিকাল ৩টার দিকে ৫ কেজি ৬০০ গ্রামের একটি কালো পাথরের খোদাই করা মূর্তি উদ্ধারের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী মতে জানা যায়, ইটভাটা শ্রমিকরা মাটির সাথে থাকা কালো পাথরের একটি মূর্তি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ধারণা করেন এটি কষ্টি পাথরের মূর্তি হতে পারে। এ বিষয়টি নিয়ে এলাকায় লোকজন বাড়তে থাকলে পরে তারা ৯৯৯ নাম্বারে কল করে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল থেকে কালো পাথরের ভাঙ্গা মূর্তি উদ্ধার করে নিয়ে আসে।
 সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান,”উপজেলার মহেশপুর একটি ভাটা থেকে কালো পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি আমরা জেলা প্রশাসকের কাছে ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করছি। তারা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন”।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.