রাণীশংকৈলে ঐতিহাসিক সাওতাল বিদ্রোহ দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আজ ৩০ জুন রোববার ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস’২০১৯ পালন করা হয়েছে। ইএসডিও-প্রেমদীপ প্রকল্প’র আয়োজনে এবং হেকস্ ইপার এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে রাণীশংকৈল আদিবাসি উন্নয়ন সংগঠন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উপজেলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে আদিবাসি সংগঠনের উপজেলা সভাপতি গোপাল মুর্মু সুগার সভাপতিত্বে রাঙ্গাটুঙ্গি পীর মাজার মাঠে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আদিবাসি সংগঠনের সাধারণ সম্পাদক স্যামুয়েল, আদিবাসি নেতা কবিরাজ, প্রেমদ্বীপ প্রকল্পের রাণীশংকৈল শাখা কার্যালয়ের ব্যবস্থাপক খায়রুল আলম, মুক্তারুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার, ঠাকুরগাঁও ও মনিটরিং কর্মকর্তা দোলন রায় ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.