রাণীশংকৈলে একই পরিবারে ৩ জন করোনায় শনাক্ত 

 
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) নতুন করে একই পরিবারে ৩ জন করোনায় শনাক্ত হয়েছে।
তারা হলেন পৌর শহরের চাঁদনী এলাকার কৈলু কুমারের ছেলে বিজয় কুমার মাস্টার, বিজয় মাস্টারের ছেলে ভাস্কর পাল (৩৪) ও বিজয় মাস্টারের ছেলে ভাস্কর পালের  স্ত্রী সুস্মিতা রাণী পাল (৩০)। গত ৭ জুলাই এদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে নমুনা পরীক্ষার ফলফলে ৩ জনের পজিটিভ আসে। তাদেরকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী রাত ৮ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩১ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন, মৃত্যু বরণ করেছেন- ১ জন এবং বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.