রাণীশংকৈলে আসাদুলের খুনিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসাদুল ইসলাম এর খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসীসহ নিহতের পরিবার।
আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনের মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, নিহত আসাদুলের বাবা জুমার উদ্দিন, নিহতের মা তজিনা বেগম, ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু জাহেদ জুয়েল, মানবাধিকারকর্মী সোনিয়া প্রমূখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আলমগীরসহ অনেকে।
মানববন্ধন শেষে রানীশনকৈল নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
জানা যায়, গত ৫ আগষ্ট জেলার পীরগঞ্জ উপজেলার উত্তর বিরহলী গুড়িয়া পাড়া গ্রামের জুমার উদ্দিনের একমাত্র পুত্র আসাদুল ইসলামকে রাণীশংকৈল উপজেলাার পকম্বা নামক জায়গার একটি ব্রীজের  নিচে ধান ক্ষেতে দুষ্কৃতিকারীরা নিশংসভাবে  হত্যা করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় রানীশংকৈলে একটি হত্যা মামলা রুজু হয়।
এদিকে নিহতের পরিবারের দাবি ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে  গ্রেফতার করতে পারেননি। তাই তারা হতাশা গ্রস্থ হয়ে থানা পুলিশসহ প্রশাশনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.