রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, তথ্য অফিসার মোছা. হালিমা,সাংবাদিক আশরাফুল আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন অফিসে-দপ্তরে সকলের জন্য তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযেগিতা কামনা করেন।ইউএনও তার বক্তব্যে বলেন তথ্য পাওয়া জনগণের অধিকার।
এজন্য যে কোনো অফিসে যে কেউ সাধরণ তথ্য পাওয়ার অধিকার রাখেন। তবে, কিছু ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত ়আবেদনের মাধ্যমে তথ্য নিতে হবে।
উপজেলা চেয়ারম্যান আসন্ন দুর্গাপুজায় সামাজিক সম্প্রীতি কমিটি যথাযথ দায়িত্ব পালন করতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.