রাণীশংকৈলে আগুনে গবাদিপশুসহ বসতঘর পুড়ে ছাই

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ দুর্লভপুর গ্রামে আগুনে পুড়ে গেছে এক কৃষকের গবাদি পশু, গোয়ালঘরসহ রান্নাঘর।
মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দুর্লভপুর গ্রামের কৃষক মাসুদ রানার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্না ঘরের চুলার জ্বলন্ত ছাই হইতে পাশে থাকা শুকনা খড়ির মাধ্যমে আগুন লাগার সূত্রপাত হতে পারে। এসময় ১টি বসতঘর, ২টি গোয়ালঘর, ১টি খড়িঘর ও রান্নাঘরসহ একটি ষাড় গরু পুড়ে মারা গেছে।
এ আগুনের সূত্রপাত রান্না ঘরের চুলা থেকে হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল বিটিসি নিউজকে জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায দেড় লক্ষ টাকা হতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.