রাজ্য পরিবহণ দফতরে চালু হচ্ছে ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ সিস্টেম

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরে চালু হচ্ছে বিশেষ ধরনের স্মার্ট কার্ড। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড ‘
এই কার্ড ব্যবহার করে যাত্রীরা উত্তর বঙ্গ দক্ষিণ বঙ্গ সহ পশ্চিমবঙ্গের পরিবহণ নিগমের অন্তর্গত যে কোনও জায়গায় ভ্রমণ করতে পারবে। মাঝখানে নেমে করতে হবে আলাদাভাবে টিকিট কাটার। বর্তমানে প্রায় ২৬০০সরকারি বাস চলে।
বিভাগীয় এক কর্তা বলেন,স্মার্ট কার্ড তৈরি থেকে সোয়াইপ মেশিন,সফটওয়্যার সাপোর্ট, প্রতিটি ডিপোয় প্রশিক্ষিত কর্মী রাখা -গোটা প্রক্রিয়াই বেসরকারি সংস্থা পরিচালন করবে।
কেন্দ্রীয় সরকারের একটি স্বশাসিত সংস্থা গোটা দেশে এই ব্যবস্থা কার্যকর এবং পরিচালনার দায়িত্বে রয়েছে। যাবতীয় কাজ তাঁরাই করছে। দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম এই ব্যবস্থা চালু করতে চলেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.