রাজ্যের প্রথম আক্রান্ত সুস্থ হয়ে উঠছে 

কলকাতা প্রতিনিধি: রাজ্যে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল যে আমলা পুত্রের শরীরে, লন্ডন থেকে দেশে ফেরার তিনি বিধি নিষেধ না মেনে ঘুরে বেড়িয়ে ছিলেন শহরের বিভিন্ন মলে এবং রেস্তরাঁয় ৷
এরপর ঘটনাটা সরকারের নজরে এলে তাকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডিতে কোয়ারেন্টাইনের জন্য ৷ প্রথম করোনার পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে ৷
পরে দেখা যায় তার থেকে সংক্রমিত হয়েছে তার মা বাবা এবং পরিচারিকা ৷ বেলেঘাটা আইডিতে ভর্তি হওয়ার থেকেই চিকিৎসার সাথে সাথে তার একদিন অন্তর করোনা সংক্রমণের পরীক্ষা হয়েছে ৷ এতদিন রিপোর্ট পজিটিভ আসছিল ৷
কিন্তু গতকাল শনিবার তার শরীরের যে নমুনা পাওয়া গেছে তার রিপোর্ট আজ এসেছে বেলেঘাটা হসপিটালের কর্তৃপক্ষের কাছে ৷
আশার খবর এই যে ঐ তরুণের রিপোর্টে নেগেটিভ এসেছে ৷ হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান হয়েছে নিয়ম মেনে আটচল্লিশ ঘণ্টা পর আরও একবার ওই তরুণের করোনা সংক্রমণের পরীক্ষা করা হবে৷ তাতে নেগেটিভ আসে তবে ডাক্তাররা আশ্বস্ত হবে ৷ নিয়ম বিধি অনুাযায়ী ওই তরুণকে বাড়ি ফেরার নির্দেশ দেবে ৷
শোনা যাচ্ছ নবান্নের ঐ আমলা আক্রান্তের মাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.