নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) এর বেলপুকুর চেকপোষ্ট গোয়েন্দা তথ্যে উপর ভিত্তি করে বিশেষ অভিযান চালিয়ে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় কাশ্মীরি লেডিস শাল ৫পিস, বেনারশী শাড়ী ২পিস, সিলশাড়ী পিস ১২ ও ভারতীয় বড় কম্বল ৮পিস জব্দ করেছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান এ বিষয়ে বাসের যাত্রী সাধারন কিছুই জানেনা বলে জানিয়েছেন ফলে মালিকবিহীন অবস্থায় সামগ্রীগুলো জব্দ করে শুল্ক দপ্তরে জমা দেয়া হয়েছে।
এছাড়াও তিনি জানান রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) চরমাজারদিয়াড় বিওপির একটি টহল টিম গোপন সংবাদের উপর ভিত্তি করে রাজশাহীর দামকুড়া থানার উত্তরপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪৯ বোতল সনোগোল্ড কফ সিরাপ জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















