রাজারহাটের চাকিরপাশা নদীর অবৈধ দখল-সড়ক উচ্ছেদের দাবীতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি: নদীটি অন্তত শতাধিক দখলদার দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। যদিও জেলা প্রশাসন ২২জন দখলদারের নাম উল্লেখ করে নদী কমিশনে চিঠি দিয়েছে। নদী কমিশন স্থানীয় প্রশাসনকে এসব উচ্ছেদে বারবার চিঠি দিলেও কোন উদ্যোগ নেয়নি প্রশাসন।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাকিরপশার সুরক্ষা কমিটি, রিভারাইন পিপল ও গণকমিটির আয়োজনে রাজারহাট রেল স্টেশন চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন রিভারাইন পিপলের পরিচালক ও কমিটির সমন্বয়ক ড. তুহিন ওয়াদুদ, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, গণকমিটির সাবেক কেন্দ্র্রীয় সভাপতি নাহিদ হাসান, চাকিরপশার সুরক্ষা কমিটির আহŸায়ক খন্দকার আরিফ, সদস্যসচিব তারেক আহমেদ, সংগঠক গজেন্দ্রনাথ রায় প্রমুখ।
সভাটি হওয়ার কথা ছিল চাকিরপশার নদীর পাড়ে। কিন্তু যুবলীগের পরিচয়ে একই স্থানে আরেকটি সভা আহŸান করা হলে সভাটি রাজারহাট উপজেলা সদরে সোনালী ব্যাংক চত্তরে আয়োজন করা হয়।
সেখানেও বাঁধা দেয় তারা। পরে পুলিশের সহায়তায় রাজারহাট স্টেশন চত্তরে সভা নেয়া হলে সেখানেও মিছিল নিয়ে ভন্ডুল করার চেষ্টা করে কিছু যুবক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.