রাজশাহী-৫ আসনের সাবেক এমপি নাদিম মোস্তফা আর নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা মারা গেছেন।
গুলশানের বাসায় সকাল পৌনে ১১টায় অজ্ঞান হয়ে পড়েন নাদিম মোস্তফা। এ সময় তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২,১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বানেশ্বর, দুর্গাপুর ও রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি জানাজা শেষে মরদেহ হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তিনি। এসময় তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।
নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসন সংখ্যা ৫৬ (পুঠিয়া দূর্গাপুর) আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. জয়নাল আবেদিন জয়, রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.