বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ বাগমারা আসনে সংসদ সদস্য পদে ড: জাহিদ দেওয়ান শামীমের পক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
ড: জাহিদ দেওয়ান শামীম আমেরিকা প্রবাসী তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি রাজশাহী মেডিকেল কলেজ।
আজ দুপুরে সংসদ প্রার্থী ড: জাহিদ দেওয়ান পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম এর কাছ থেকে দলীয় নেতৃবৃন্দ এ মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য হাবিবুন নবী দেওয়ান, উপজেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য আহসান হাবিব রুমি, সাবেক যুবদল নেতা আসাদুজ্জামান, বিএনপি নেতা রহিদুল ইসলাম, ছাত্র দল নেতা রাকিব হাসান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















