রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট রেজিমেন্টাল সেন্টারে যোগ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

 

নিজস্ব প্রতিবেদক: গতকাল সোমবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট রেজিমেন্টাল সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ‘৫ম কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তিনি বক্তব‍্যে বলেন জাতীয় যে কোন প্রয়োজনে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে সেনা প্রধান বলেন, ‘‘আমার সবাই মিলে এ রেজিমেন্টের অগ্রযাত্রাকে আরও বেগমান এবং আধুনিকতায় সম্পৃক্ত করার সকল প্রচেষ্টা চালিয়ে যাব এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পক্ষ থেকে সেনা প্রধানকে ‘৫ম কর্নেল অব দি রেজিমেন্ট’ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এর পর সেনা প্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন।

পরে তিনি শহীদদরে স্মরনে নির্মিত স্মৃতিস্তম্ভে ‘বীর গৌরব’ এ পুষ্পস্তবক অর্পন করেন।বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল আজিজ আহমেদই প্রথম জেনারেল যিনি একাধারে পৃথক পৃথক চারটি রেজিমেন্ট-কোরের “কর্নেল অব দি রেজিমেন্ট” নির্বাচিত হয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.