রাজশাহী সীমান্ত হতে ধৃত এবং পলাতক আসামীসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করেছে বিজিবি

বিজিবি প্রতিবেদক: আজ রবিবার (১৭ নভেম্বর) ২০১৯ তারিখ আনুমানিক ০৩.০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান এর সাথে ০৪ জনের একটি নিয়মিত টহল দল রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর পদ্মারচর নামক এলাকায় টহল পরিচালনা করে ০১ জন ধৃত এবং ০১ জন পলাতক আসামীসহ ৩,৯২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি ইঞ্জিনসহ নৌকা আটক করতে সক্ষম হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১২,৭৭,৫০০/-(বার লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামী ০১ জন।

মোঃ মিনারুল ইসলাম (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, গ্রাম-আলাইপুর, পোষ্টঃ কিশোরপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী।

পলাতক আসামী ০১ জন। মোঃ ভোলা মিয়া (৪০), পিতা-মৃত আজিজার ফাটা, গ্রাম-মহজন পাড়া আলাইপুর, পোষ্ট-কিশোরপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী।

ধৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মালামালসহ বাঘা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা প্রেরকঃ লেঃ কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, পিএসসি, অধিনায়ক, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.