BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) খিদিরপুর বিওপির একটি দল অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় কাটাখালী থানার পশ্চিম বাতান এলাকার একটি মাঠের মধ্যের সরিষা ক্ষেত থেকে এই মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ওই এলাকা দিয়ে মদ পাচার করবেÑএমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি এলাকায় অবস্থান নেয়। পরে সরিষা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে রাতে কিংবা ভোরে কেউ বস্তার কাছে না আসায় মাদকদ্রব্য উদ্ধার করেই তারা ক্যাম্পে ফিরে আসেন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে কঠোর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জব্দকৃত মদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ