নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) এর খানপুর বিওপি ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে। সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান খানপুর বিওপি গোপন সংবাদের উপর ভিত্তি করে সোমবার (১ ডিসেম্বর) দুপুওে রাজশাহীর কাঠাখালি থানার খানপুর হটাৎপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশের ভারতের শুন্য এলাকায় আসা মাদক ব্যবসায়ী বিজিবি এর উপস্থিতি টের পেয়ে একটি গামছার পুটলা ফেলে পালিয়ে যায়।
১-বিজিবি সদস্যগন ওই পুটলা খুলে দেখেন প্রায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আছে।
উক্ত ট্যাবলেটগুলো জব্দ করে কাটাখালি থানায় জমা দেয়ার কার্য়ক্রম প্রক্রিয়াধিন আছে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















