BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী সীমান্তে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদ আটক

রাজশাহী সীমান্তে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদ আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সীমান্তে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) তালাইমারী বিওবির টহলদল মতিহার থানার পদ্মা নদীর ফুলতলা ঘাটে রোববার (২১ ডিসেম্বর) দিনগত রাতে মাদক বিরোধী ঝটিকা অভিযান চালিয়ে ২শত পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে।

বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান বিওপির টহলদলটি অতর্কিত হামলা চালানোর ফলে মাদক কারবারীরা তাদেও কাছে রক্ষিত পোটলাটি ফেলে কৌশলে পালিয়ে গেলে তা তল্লাশী করে ২শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রকিয়াধীন আছে বলেও তিনি জানান।

এছাড়াও তিনি জানান রাজশাহী সীমান্তে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)র আলাইপুর বিওপি টহলদল ২২ বোতল ভারতীয় মদ আটক করেছে। আলাইপুর বিওপি টহলদল গোপন তথ্যের উপর ভিত্তি করে সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে বাঘা থানার মিডিলচর এলাকায় হানা দিলে মাদক পাচারকারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। তাৎক্ষনিক বিজিবির আলাইপুর বিওপি টহলদল ওই বস্তায় তল্লাশী চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মদ বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তথ্য নিশ্চিত করেন বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ