রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ১৩৮টি জেলে পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

 

রাসিক প্রতিবেদকমা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে বিরত থাকা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ১৩৮টি জেলে পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে এই খাদ্যশস্য তুলে দেন।

উল্লেখ্য মহানগরীর ১,৪,৭,২৩,২৪,২৮ ও ২৯নং ওয়ার্ডের ১৩৮টি জেলে পরিবারের প্রত্যেককে ২০ কেজি চাল বিতরণ করা হয়েছে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ আয়েশা খাতুন, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা শিরিন আরা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাদিরা বেগম, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ লাইলী বেগম, রাসিকের সচিব মোঃ রেজাউল করিম ও ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব উপস্থিত ছিলেন।(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.