রাজশাহী, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এ বিএসটিআইর উদ্যোগে অভিযান

বিএসটিআই প্রতিনিধি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী ও উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে আজ ১৪-০৭-২০১৯ খ্রিঃ তারিখে নির্ধারিত ভ্রাম্যমান আদালত পরিচালিত না হওয়ায় শিবগঞ্জ উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় এবং গত ১৩-০৭-২০১৯খ্রি তারিখে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় আর ০১টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় সর্বমোট ২১টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পৃথক দুইটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ক্রঃ নং প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পণ্য অপরাধ/জরিমানা
১. মেসার্স সাকিব ফিলিং স্টেশন, মান্দা, নওগাঁ। ডিসপেন্সি ইউনিট-০২
(ডিজেল ও পেট্রোল) পরিমাপে কম পাওয়া যায় (মামলা)
২. মেসার্স ফাতেমা বস্ত্রলালয়, সদর, নওগাঁ। গজ কাঠির ব্যবহার নন মেট্রিক পদ্ধতি ব্যবহার (মামলা)
৩. মেসার্স মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্ট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। দই দই এর পাত্রে ওজন ও মূল্য লেখা নেই। (মামলা )

জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.