রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ৭৬.৩৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলের পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭২৯ জন। পাসের হারে মেয়েরা এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা এবার ভালো ফলাফল করেছে।

ছাত্রদের পাসের হার ৭২ দশমিক ৩২ শতাংশ। আর ছাত্রী পাসের হার ৮১ দশমিক ২ শতাংশ। তবে জিপিএ-৫ এর দিক থেকে আবার মেয়েদের থেকে ছেলেরা ভালো ফল করেছে।

আজ বুধবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক প্রাং অনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত ২ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলো ১ লাখ ৫১ হাজার ১৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সব বিষয়ে পাস করেছে ১ লাখ ১৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।

যার গড় পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। গতবার পাসের হার ছিলো ৬৬ দশমিক ৫১ শতাংশ। এবার পাসের হার বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.