রাজশাহী শিক্ষাবোর্ড সচিবকে গ্রেপ্তারের দাবীতে অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষাবোর্ড সচিব ড. মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে অবিলম্বে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষাবোর্ড চত্বরে আধাঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

গত ১৭ই মার্চ মুজিববর্ষের অনুষ্ঠানে রাজশাহী শিক্ষাবোর্ড সচিব ড. মোয়াজ্জেম হোসেন মহান মুক্তযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে স্মৃতি পরিষদ।

এসব কর্মসূচিতে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, কোষাধ্যক্ষ কাজী তংকু, স্মৃতি পরিষদের সম্মানিত সদস্য ইউসুফ আলী, শরীফ উদ্দিন, আরিফুল ইসলাম, সাগর নোমানী প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.