রাজশাহী শিক্ষাবোর্ডে আবর্জনাকে বসিয়ে দেয়া হয়েছে : সাইদুর (ভিডিও)

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেছেন, “আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হচ্ছে। মগের মুল্লুক পেয়ে গেছে। আমরা কী দেখছি? রাজশাহী শিক্ষাবোর্ডে একটা আবর্জনাকে বসিয়ে দেয়া হয়েছে। এ অবস্থা চলতে দেয়া যাবে না”।
আজ শনিবার (০৬ মার্চ) সকাল ১০টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৭ দফা দাবিতে ব্যবসায়ী ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলমান রাখার বিষয়ে সাইদুর রহমান বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মাতৃগর্ভে আপনি একাই ছিলেন, আপনি একাই বেড়ে উঠেছেন; প্রয়োজনে আপনাকে একাই আন্দোলন চালিয়ে যেতে হবে। কেননা, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে জননেতা মাদার বখশ্-ভাষাসৈনিক মনোয়ারা রহমান পরিবারের এ সদস্য বলেন, “অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিটি খুবই যৌক্তিক।
করোনা নিয়ে বিশ্বব্যাপী তামাশা শুরু হয়েছে। বাংলাদেশেও এ তামাশা জোরদার গতিতে চলছে। আজকে সবকিছু খুলে দেয়া হয়েছে, অথচ শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। মাথা ব্যথার ওষুধ কী মাথা কেটে ফেলা? নিশ্চয় না। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সময়ের দাবি”।
ব্যবসায়ী নেতা মাসুদুর রহমান স্বজনের পরিচালনায় অনুষ্ঠিত এ দিনের মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি ফৌজদার শফিকুল ইসলাম, সহ-সম্পাদক এবিএম মনোয়ার সুলতান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাহউদ্দিন মিন্টু, আইন সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা প্রমুখ।
বার্তা প্রেরক: আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সদস্য, রাজশাহী প্রেসক্লাব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.