রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট সহ ৪ কালোবাজারি গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদকআজ মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার তাদের প্রত্যেককে চারদিন করে কারাদন্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর শিরোইল এলাকার মৃত শেখ মো. ইয়াহিয়ার ছেলে শ্রমিক লীগ নেতা এজাজ হোসেন উজির (৪৫), শিরোইল কলোনি এলাকার আজাদ আলীর ছেলে বাপ্পি (২২), একই এলাকার আব্দুল কাদেরের ছেলে রানা (২৮) ও গোদাগাড়ীর মুসলেম উদ্দিনের ছেলে আতাউর রহমান (২২)। এদের মধ্যে এজাদ হোসেন উজির রেলওয়ে শ্রমিক লীগের নেতা। এর আগেও তিনি টিকিটসহ গ্রেপ্তার হয়েছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বিটিসি নিউজকে বলেন, ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ৪জনকে আটকের পর তাদের নিকট থেকে ৪টি টিকিট উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাজা দেওয়ার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারেও পাঠানো হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.