রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৯

পিআইডি প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে বর্তমানে ৯৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে।

আজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১১ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

এখন পর্যন্ত এ হাসপাতালে মোট ৩৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৯৬ জন রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন আছেন একজন। মারা গেছেন এক জন।

হাসাপাতাল সুত্রমতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

তাই একানে আসা রোগীরা শতভাগ চিকিৎসা পাচ্ছেন। রক্ত পরীক্ষা, ডেঙ্গু রোগ সবাক্ত ও প্রয়োজনের রক্ত দেওয়াসহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.