রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) জর, সর্দি ও শ্বাসকষ্ট আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: জর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সোলাইমান কাজী (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে আদৌও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত নন চিকিৎসকরা।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর রাতে তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মৃত সোলাইমানের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামে বলে জানা যায়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তিন দিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই কৃষক। এসব উপসর্গ নিয়ে গত বুধবার রাতে তাকে রামেক হাসপাতালে ভর্তি হয়। করোনার উপসর্গ থাকায় ওই কৃষককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.