রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৪৬ ও মাদকদ্রব্য উদ্ধার

 

আরএমপি প্রতিবেদক: অদ্য ২৮/১০/২০১৮ ইং তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালি থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৩ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১১ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জনকে আটক করে।

যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ(১)মোঃ মান্নান(২০) কে ১৫ পিস ইয়াবাসহ আটক করে, (২)মোঃ কবির হোসেন@নয়ন(১৮), (৩)মনিরুল ইসলাম দ্বয়কে ১৫ পিস ইয়াবাসহ আটক করে, (৪)ইয়ালী@কটা(২৬) কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে।

চন্দ্রিমা থানা পুলিশ(১)মোঃ সুমন(১৯) তে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে, (২)মোঃ আবু রায়হান(২৮) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। কাটাখালি থানা পুলিশ(১)মোঃ সওদাগর@বাবু(৩৫) কে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে।

বেলপুকুর থানা পুলিশ(১)মোঃ রেজাউল করিম(৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পবা থানা পুলিশ(১)মোসাঃ সাইরা বেগম@নিশা(৩৮) কে ০৫ পিস ইয়াবাসহ আটক করে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ(১)লাইজু বেগম@আঙ্গুরা(৪০) কে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

( প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.