রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান কে দুর্যোগ ঝুকির্পূণ সংবেদনশীল করণ শীর্ষক সমীক্ষা প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

রাসিক প্রতিবেদকরাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকরী মহাপরিকল্পনা ও বিস্তারিত এলাকার মহাপরিকল্পনা হালনাগাদ করার মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান কে দুর্যোগ ঝুকির্পূণ সংবেদনশীল করণ শীর্ষক সমীক্ষা প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। সকালে নগর ভবন সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, মহানগরীর উন্নয়নে প্রত্যেক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে একযোগে কাজ করতে চাই।

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাকে বৃদ্ধি করে ১২টি থানা এরিয়ায় নিয়ে যেতে চাই। পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিং করে এই নগরীর দক্ষিণাংশের আয়তন বৃদ্ধি করে সেখানে রিসোর্ট, কটেজ, বিনোদন পার্ক স্থাপন করে পর্যটক নগরীরূপে গড়ে তুলতে চাই। আগামীতে রাজশাহী মহানগরীতে নতুন আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করার আহবান জানান মেয়র। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হলেও এর এরিয়া নানাবিধ কারণে বৃদ্ধি হয়নি। নানা অব্যবস্থাপনায় আমার রেখে যাওয়া উন্নয়ন কার্যক্রম ম্লান হয়েছে। সেই অবস্থার পরিবর্তন ঘটাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নগরীর উন্নয়নে ইতোমধ্যে ওয়াসার ৪ হাজার ৬২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন। আগামীতে মহানগরীর উন্নয়নে এরকম আরো প্রকল্প অনুমোদন লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মেয়র বলেন, মহানগরীর প্রতিটি ওয়ার্ডে স্থায়ী ওয়ার্ড কার্যালয়, শিশু পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার গড়ে তোলা হবে। আগামীতে নগরীর নির্মিতব্য রাস্তায় ডাক সিস্টেমে স্পেস রাখার আহবান জানান মেয়র। নগরীর নওদাপাড়া অবস্থিত ডাম্পিং ইয়ার্ডটির ন্যায় আরেকটি নতুন ডাম্পিং ইয়ার্ড গড়ে তুলতে চাই। শহরের সকল বাস টারমিনালগুলোকে চালু করতে চাই। আরডিএ, নিউমার্কেট, উপশহর নিউমার্কেট ও জেলা পরিষদের মনি বাজার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আগামীতে রাজশাহী শহরের অদুরে পারিলা এলাকায় ১০০ একর জায়গায় বিসিক ফেজ-২ ও বেলপুকুরে ৩০০ একর জায়গায় চামড়া শিল্প এলাকা গড়ে তোলার কার্যক্রম এগিয়ে চলেছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার চতুর্দিকে চারলেন বিশিষ্ট সারকুলার রোড গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মোঃ শাহরিয়ার ফিরোজ, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ রেজাউল করিম।
রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন বিষয়ক ভিডিও চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রজেক্টের টিম লিডার ড. মোঃ শামীম মাহবুবুল হক, আরডিএর টাউন প্ল্যানার আজমেরী আশরাফী, অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দসহ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.