রাজশাহী মহানগর যুবলীগ নেতা সুমন সাময়িক বহিস্কার


নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত কর্মকা- ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশনে মহানগর যুবলীগের জরুরী সভায় সুমনকে বহিস্কারের সিদ্ধন্ত নেয়া হয়। মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক মাহামুদ হাসান খান চৌধুরী ইতু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠায় তৌহিদুল হক সুমনের সাংগঠনিক সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্ব অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ৯৩ জন উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.