রাজশাহী মহানগর যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

 

যুবদল প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান রিটন এক বিবৃতিতে জানান যে গতকাল ২১ অক্টোবর রবিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসি রায় বাতিলের দাবিতে বিরোধীদলের শান্তিপূর্ণ কালোপতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসুচীতে যুবদল ও ছাত্রদলের ৪ জন নেতাকর্মীকে বিনা কারণে অবৈধ ভাবে গ্রেফতার করে এবং পরবর্তীতে পুলিশি কাজে বাধাদান ও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ইত্যাদি মিথ্যা ও বানোয়াট গল্প সাজিয়ে যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, তিতাস, ভুটান, শহিদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলামের নামে মামলা দায়ের করে।

এই গায়েবি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান রিটন গ্রেফতারকৃত যুবদল ও ছাত্রদলের সকল নেতা কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.