রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ট্রেনের কালোবাজারী টিকেট সহ গ্রেফতার ০২

আরএমপি প্রতিবেদক: এসআই (নিঃ)/মোখলেছুর রহমান, গোয়েন্দা শাখা, আরএমপি রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৬/০৮/২০২০ তারিখ রাত্রী ২০.৪৫ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড গোধুলী মার্কেটস্থ আশরাফ কনফেকশনারী নামক দোকানের সামনে ফুটপাতের উপর হতে আশরাফ কনফেকশনারী দোকানের মালিকের ছেলে আসামী ১। মাবুদ খান @ রিমন (১৯),পিতা-মোঃ আশরাফ আলী, সাং-শিরোইল মঠপুকুর মোড় এবং ২। মোঃ লিয়াকত আলী(৫৩), পিতা-মৃত ভাদু শেখ, সাং-শিরোইল স্টেশন পাড়া, উভয় থানা-বোয়ালিয়া মডেল, মহানগর রাজশাহীদ্বয়কে মোট ৪৫(পঁয়তাল্লিশ)টি আসনের ১৩(তের)টি রাজশাহী-ঢাকা বনলতা এক্সপেস এর  কালোবাজারী টিকিট সহ হাতেনাতে গ্রেফতার আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.