রাজশাহী মহানগরী সাহেব বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে মনিচত্বর পর্যন্ত গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ প্রশাসন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নগরীর পরিচ্ছন্নতার অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশের একটি সুত্র নিশ্চিত করেছে।
সুত্রটি জানায়, মহানগরীর সাহেব বাজার এলাকায় এমনিতেই পার্কিং প্লেস নেই। এর ওপর ফুটপাত এবং মূলসড়কে অবৈধ স্থাপনার তৈরি করে ফুটপাত ব্যবসায়ীরা রাস্তা দখল করে রাখায় যানবাহন চলাচল যেমন বাধাগ্রস্ত হচ্ছিলো, তেমনি পরিবেশও নষ্ট হচ্ছিলো। এছাড়া অবৈধ দখলের কারণে এ সমস্ত এলাকায় যানজট লেগেই থাকে। এজন্য পুলিশ কমিশনারের নির্দেশ এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, যানজট নিরসন এবং যাত্রী ভোগান্তির কথা ভেবে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এখন শুধু সাহেব বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে পুরো নগরী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.