রাজশাহী মহানগরীর গোয়েন্দা পুলিশের অভিযানে পিকআপ-ফেন্সিডিলসহ গ্রেফতার-১ 

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগর এলাকায় মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ আশিক ইকবাল এর নের্তৃত্বে এসআই/এএসএম সাইদুজ্জামান, এসআই/মোঃ রবিউল ইসলাম, এএসআই/মোঃ সাইদুল ইসলাম, এএসআই/মোঃ কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৮/১১/২০২০ খ্রিঃ তারিখ বিকাল ১৬.৫০ ঘটিকার সময় শাহমখদুম থানাধীন আমচত্তর বিআরটিএ অফিসের সামনে পাকা রস্তার উপর হইতে মিনি পিকআপ এর মধ্যে ৭৫ টি আম গাছের চারার নিচে ০৫ টি বস্তা ভর্তি ধানের ভিতর অভিনব কায়দায় পলিথিনের কেইস এ রক্ষিত সর্বমোট-৫১০ (পাঁচশত দশ) বোতল ভারতীয় তৈরি বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ ০১ জন জনকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। নগরীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.